আইসিসির চারদিনের টেস্টের প্রস্তাবের কড়া বিরোধিতায় শাস্ত্রী

আইসিসির চারদিনের টেস্ট করার বিরোধিতায় ভারতের হেড কোচ রবি শাস্ত্রী। পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট নিয়ে অযথা বেশি খোঁচাখুঁচি করা হচ্ছে। পাঁচ দিনের টেস্ট নিয়ে সমস্যাটা কোথায়? খুবই ভালো হচ্ছে। আমরা যদি বিগত কয়েক দশকের দিকে তাকাই তাহলে দেখতে পাব পাঁচ দিনের টেস্ট অসাধারণ কিছু খেলা, মুহূর্ত আমাদের উপহার দিয়েছে। বিশেষত পঞ্চম দিনে অসাধারণ কিছু ঘটনা ঘটেছে। টেস্ট ফয়সালা হয়েছে। আমাদের দলও পঞ্চম দিনে রুদ্ধশ্বাস কিছু ম্যাচ উপহার দিয়েছে। ব্যাপারটাই আলাদা, দুর্দান্ত। সেটাকে পাল্টে দেওয়ার দরকার কী! অতীতে যা কিছু তা বদলে ফেলতে হবে, এমন কে মাথার দিব্যি দিয়েছে! যেমন চলছে তেমনি চলতে দেওয়া উচিত।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleকোটা, না সেরা দল? দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে ফের সাদা-কালোর সংঘাত