ইরানের বাহিনীতে নিহত সুলেইমানির জায়গায় এলেন ইসমাইল কানি

মার্কিন রকেট হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান ও দেশের অন্যতম শক্তিধর নেতা কাসেম সুলেইমানি নিহত হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুলেইমানির দায়িত্ব নিলেন ইসমাইল কানি। সুলেইমানির জায়গায় তিনিই এখন ইরানের রেভোলিউশনারি গার্ডের কুদস বাহিনীর নতুন প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা ও সেনাবাহিনীর প্রধান আয়াতুল্লা আলি খামেইনি এক নির্দেশিকায় একথা জানিয়েছেন। জেনারেল ইসমাইল কানি ১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। কুদস সেনার উদ্দেশে খামেইনির বার্তা, যেকোনও পরিস্থিতিতে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। আমেরিকার ঘৃণ্য আক্রমণের জবাব দেওয়া হবে।

আরও পড়ুন-তেলের দাম দাঁড়াবে কোথায়? কপাল পুড়ছে আমজনতার

 

Previous articleনৈহাটি বিস্ফোরণ কাণ্ড: চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার বাজি কারখানার মালিক
Next articleদু’দশক পেরিয়ে ছোট আঙারিয়ার বাম সন্ত্রাসের স্মৃতি আজও টাটকা, শহীদদের শ্রদ্ধা মমতার