“বফর্স কামানগুলি ভালো হওয়া সত্ত্বেও ওই চুক্তি নিয়ে সেদিন বিতর্ক তোলা হয়েছিল। এই ধরনের বিতর্ক, যুদ্ধের সরঞ্জাম কেনার প্রক্রিয়া ব্যাহত করে দেয়। প্রতিরক্ষা ক্ষেত্রের আধুনিকিকরণও ধাক্কা খায়।’’
পুরনো বিতর্ক নিয়ে এ বার মন্তব্য করলেন প্রাক্তন চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া। শনিবার বম্বে আইআইটি-র এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন চিফ এয়ার মার্শাল বিএস ধানোয়া। সেখানে রাফাল প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘বালাকোট হামলার পর, সেই সময় উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মিগ-21-এর বদলে রাফাল বিমান চালালে ফলাফল পুরোপুরি আলাদা হত।’’
লোকসভা নির্বাচনের ঠিক আগে যখন দেশজুড়ে রাফাল-বিতর্ক চলছে, তখন সুপ্রিম কোর্টের রায়কে ‘দুর্দান্ত সিদ্ধান্ত’ বলেই মন্তব্য করেছিলেন এই ধানোয়া। সেই প্রসঙ্গেই এদিন তিনি বলেন, “আমি ব্যক্তিগত ভাবে মনে করি, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়টি নিয়ে রাজনীতি হলে পুরো প্রক্রিয়াটিই পিছিয়ে যায়।’’ শুধু রাফাল নয়, বফর্স নিয়ে এদিন ধানোয়া-র বক্তব্যও যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ গত সেপ্টেম্বরে চিফ এয়ার মার্শাল পদ থেকে অবসর নিয়েছেন বিএস ধানোয়া।
