বিশ্ববিদ্যালয়কে রাজনীতির আখড়া বানাতে দেব না: পোখরিয়াল

বিশ্ববিদ্যালয় পড়াশুনো করার জায়গা। পঠনপাঠনের ক্ষতি করে ছাত্রছাত্রীদের রাজনৈতিক আন্দোলন-বিক্ষোভে নামা ঠিক নয়। এমনই মত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়ালের। তাঁর মতে, যেকোনও শিক্ষাকেন্দ্রে পড়াশুনোই অগ্রাধিকার পাওয়া উচিত। তা না করে বিশ্ববিদ্যালয় যদি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে ওঠার চেষ্টা করে, তা বরদাস্ত করা হবে না। পোখরিয়াল জানান, জেএনইউর ঘটনায় যারাই জড়িত তারা তদন্তের পর শাস্তি পাবে। দোষীদের ক্ষেত্রে রাজনৈতিক রঙ দেখা হবে না।

আরও পড়ুন-উপাচার্য সঙ্ঘের এজেন্ট, হাসপাতালে শুয়ে বলছেন ঐশী

Previous articleবামেদের ৮ জানুয়ারির ধর্মঘটকে সমর্থন করছেন না মুখ্যমন্ত্রী, কেন জানেন ?
Next articleজেএনইউ কাণ্ড: পাল্টা আঘাত ফিরিয়ে দিতে রাজপথে প্রেসিডেন্সি!