ইন্ডোরে ঢোকার মুখে ‘গো ব্যাক মোদি’

মিলেনিয়াম পার্ক থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে ঢোকার মুখে কালো পতাকা এবং ‘মোদি গো ব্যাক স্লোগান’ শুনতে হলো প্রধানমন্ত্রীকে। এদিন সকালে বেলুড় মঠের অনুষ্ঠান সেরে জলপথেই প্রধানমন্ত্রী আসেন মিলেনিয়াম পার্কে। সেখান থেকে গাড়িতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কিন্তু এই হাজার মিটার দূরত্বের পথে পুলিশ ঘেরাটোপ উপেক্ষা করে কালো পতাকা ও বিক্ষোভ দেখান পড়ুয়ার দল। পুলিশ অবশ্য তাদের আটক করে সরিয়ে নিয়ে যায়।