নোটবন্দির পর সর্বাধিক জাল ২০০০ টাকা উদ্ধার মোদি-শাহের গুজরাটে

নোটবন্দির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, এর ফলে উৎসাহ পাবে ডিজিটাল অর্থনীতি। পরে রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল, ঘোষিত উদ্দেশ্য পূরণ হয়নি। শুধু তাই-ই নয়, অর্থনীতিতে নগদের ব্যবহার রীতিমতো বেড়ে গিয়েছে। অন্যদিকে, বেড়েছে ৫০০ ও ২০০০ টাকার জাল নোট৷

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নোটবন্দির পর মোট যত পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে, তার ৫৬%-ই ২০০০ টাকার নোট৷

NCRB-র তথ্য অনুসারে কোন রাজ্যে কত পরিমাণ জাল ২০০০ টাকার নোট উদ্ধার হয়েছে।

গুজরাট – ৬,৯৩,৬০,০০০ টাকা

মহারাষ্ট্র : ৭৪,০০,০০০ টাকা

কেরালা – ৮৮,০৪,০০০ টাকা

অসম – ৯৩,১৪,০০০ টাকা

মিজোরাম – ১,৩৩,৬৪,০০০ টাকা

কর্নাটক – ১,৭৭,৪০০০ টাকা

দিল্লি – ১, ৯৬, ৮৪,০০০ টাকা

উত্তরপ্রদেশ -২,৬৮,৮৮, ০০০ টাকা

তামিলনাড়ু -২৮, ৮৫৮,০০০ টাকা

পশ্চিমবঙ্গ – ৩,৫০,৭৪, ০০০ টাকা

আরও পড়ুন-লোকসভা ভোটে প্রচারের খরচ ১,২৬৪ কোটি টাকা! কমিশনে জানাল বিজেপি

Previous article“পশ্চিমবঙ্গে হিংসার ইমেজ তৈরি করেছে”, বিতর্কিত মন্তব্য রাজ্যপালের, তবে মোদির প্রশংসায় পঞ্চমুখ
Next articleছেলের লিভারে বাঁচল বাবার প্রাণ