চিনের মারণ ভাইরাস নিয়ে সাত বিমানবন্দরে হুলিয়া কেন্দ্রের

কলকাতা বিমানবন্দরে সতর্কতা না থাকলেও চিনের মারণ ‘করোনা ভাইরাস’ নিয়ে চিন্তিত নয়াদিল্লি। ইতিমধ্যে দেশের সাতটি বিমানবন্দর দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি ও মুম্বইতে সতর্কতা জারি হয়েছে। হংকং ও চিন থেকে আসা এই সমস্ত বিমানবন্দরে প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র ইতিমধ্যে চিনা দূতাবাসের সঙ্গে বৈঠকের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রক নেমে পড়েছে যুদ্ধকালীন প্রস্তুতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তৈরি হয়েছে মনিটরিং গ্রুপ। কেন্দ্রের নির্দেশ যারা বিগত ১৪ দিন চিনের হুয়ান সিটি ও হুবেই প্রদেশে ছিলেন এবং ভারতে আসছেন, তাদের কেউ যদি জ্বর, সর্দি, কাশি বা হাঁপানিতে আক্রান্ত হন, তাহলে বিমানবন্দরে নেমে তাঁরা যেন বিমানবন্দরের স্বাস্থ্য ইউনিটের সঙ্গে যোগাযোগ করেন। আবার ভারতে আসার ২৮ দিনের মধ্যে এই উপশম দেখা দিলে জেলা হাসপাতালে দ্রুত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleমমতা-র বইয়ের সংখ্যা এই বইমেলায় সেঞ্চুরি করবে, কৌতূহল চরমে, কণাদ দাশগুপ্তের কলম
Next articleইমরানকে পাশে বসিয়ে ফের কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা ট্রাম্পের