মমতা-র বইয়ের সংখ্যা এই বইমেলায় সেঞ্চুরি করবে, কৌতূহল চরমে, কণাদ দাশগুপ্তের কলম

কলকাতা বইমেলা বিশ্বের সেরা বইমেলা। আর এই বইমেলাকে কেন্দ্র করেই ওনার লেখালেখি, প্রতি বছর, নিয়ম করে৷

আসন্ন ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যথারীতি প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একাধিক বই৷ গত বইমেলা পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ছিল ৮৮টি। এ বছর প্রকাশিত হচ্ছে আরও ৫টি বই৷ তবে কলেজ স্ট্রিট সূত্রের খবর, এ বছর বইয়ের সংখ্যা ৭ ছাড়াবে৷ মমতা নিজে বারবার বলেছেন, ‘‘আমার বেশ কয়েকটি বই বেস্টসেলার। লেখার রয়্যালটি, গানের সুর দিয়েই আমার চলে!’’ এ বছর সবার কৌতূহল, এই বইমেলায় কি মমতা বন্দ্যোপাধ্যায় সেঞ্চুরির মাইল-ফলক স্পর্শ করবেন ?

২০১৯-এর বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বইমেলাকে কেন্দ্র করেই লিখি আমি।’’ এবারেও যথারীতি লিখেছেন৷ বিষয়বস্তু নির্বাচন এবং ভাষা, দুইয়ের নিরিখেই লেখিকা মমতার ব্যাপ্তিও দুর্লভ। এবারের বইমেলায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৪টি বই প্রকাশিত হবে৷ বইগুলির নাম, ‘সবুজ বাংলা’, ‘নাগরিক’, ‘লহ প্রণাম ছড়ায় ছড়ায়’ এবং ‘কবিতাবিতান’৷

দেশজুড়ে চলছে CAA ও NRC বিরোধী আন্দোলন৷ সেই আন্দোলনের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এই দুই ইস্যুতেও গর্জে উঠছে তাঁর কলম৷
নাগরিকত্ব নিয়েই বই লিখেছেন মমতা৷ বইমেলায় ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই সেই বই প্রকাশিত হতে চলেছে৷
নাগরিকত্ব নিয়ে ‘নাগরিক’ নামে একটি কবিতার বই প্রকাশিত হচ্ছে। CAA বা NRC নিয়ে তাঁর প্রতিবাদের কারন নিয়ে আর একটি বই প্রকাশিত হতে চলেছে। জানা গিয়েছে, এই বইয়ে CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা-সমাবেশের বক্তব্য থাকছে। এই দুই জ্বলন্ত ইস্যুতে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার বক্তব্যের কাটিং-ও আছে৷ পুরোপুরি তথ্যভিত্তিক বই এটি৷ মুখ্যমন্ত্রীর সমস্ত কবিতা নিয়ে আর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। আর একটি ছড়ার বই এবং উর্দু একটি বইও প্রকাশ পাবে৷

এই বইমেলায় ‘ডেভেলপমেন্ট অফ বেঙ্গল’ নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ১০ বছরে এ রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে একটি বইও প্রকাশিত হওয়ার কথা৷ ।
মুখ্যমন্ত্রীর বইয়ের প্রকাশক শুভঙ্কর দে জানিয়েছেন, নাগরিক নামে যে বইটি বেরোচ্ছে তাতে CAA, NRC নিয়ে ওনার লেখা ৫০টি কবিতা রয়েছে। আমরা এবার মোট 5টি বই প্রকাশ করছি। আরও একটি বই-ও এবার প্রকাশ হতে পারেন তবে সেই বইয়ের বিষয়বস্তু এখনও হাতে আসেনি৷ বইমেলায় শিশুদের জন্য মুখ্যমন্ত্রীর লেখা একটি ছড়ার বইও প্রকাশিত হচ্ছে।


গত বইমেলায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবির একটি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছিলো৷ সুপারহিট ছিলো সেটি৷ চেষ্টা চলছে এবারও ওনার আঁকা ছবির একটি ক্যালেন্ডার প্রকাশ করার৷

Previous articleকেরলে আগের নিয়মেই জনগণনা
Next articleচিনের মারণ ভাইরাস নিয়ে সাত বিমানবন্দরে হুলিয়া কেন্দ্রের