কেরলে আগের নিয়মেই জনগণনা

আবার বোমা ফাটালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সাফ জানালেন এনপিআর নয়, পুরনো নিয়মেই জনগণনা হবে। তবে জনগণনায় কেন্দ্রকে সর্বোতভাবে রাজ্যের বামফ্রন্ট সরকার সাহায্য করবে। বিজয়ন জানিয়েছেন, রাজ্যের কোনও কর্মী যদি এনপিআর-এর কোনও কাজ করেন তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেরল পুলিশ আগেই রাজ্যকে জানিয়েছিল, এনপিআর হলে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হতে পারে। আর সেই বার্তা পেয়েই কড়া মনোভাব নেন বিজয়ন।

Previous articleকলকাতা পুরভোট ১২ এপ্রিল?
Next articleমমতা-র বইয়ের সংখ্যা এই বইমেলায় সেঞ্চুরি করবে, কৌতূহল চরমে, কণাদ দাশগুপ্তের কলম