কলকাতা পুরভোট ১২ এপ্রিল?

কলকাতার পুরভোট হতে পারে ১২এপ্রিল। গণনা সম্ভবত ১৬ অথবা ১৭প্রিল। কোনও বুথে পুনর্নির্বাচন হলে তা হবে ১৪এপ্রিল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এই খবর। কলকাতার ভোট শেষ হলে বাকি পুরসভাগুলির ভোট নির্ঘন্ট ঘোষণা হবে। সল্টলেক পুরসভার মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। তাই তার ভোট পরে হবে। হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে কলকাতার সঙ্গে হাওড়ার পুরভোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে রাজ্যে ৯৩টি পুরসভার ভোট হবে। ইতিমধ্যে তৃণমূল সূত্রে খবর প্রার্থী হিসাবে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও নতুন মুখের দিকে নজর রয়েছে দলের। কলকাতার মতো শতাব্দী প্রাচীন পুরসভা দখলে মরিয়া বিরোধী দল বিজেপিও। কিন্তু এই ভোটে তাদের মুখ কে হবেন, সে বিষয়টি এখনও ধোঁয়াশার। লোকসভা ভোটের নিরিখে বিজেপি কলকাতার প্রায় ৫০টির বেশি ওয়ার্ডে এগিয়ে থাকলেও পুরভোটের প্রেক্ষিত আলাদা হওয়ায়, বোর্ড দখল করার স্বপ্ন যে ঘোর বিজেপির সমর্থকরাও দেখছেন না, সেটা প্রায়  পরিষ্কার। কংগ্রেস-বাম জোট ভোটে কতখানি ছাপ ফেলতে পারে, সেটাও দেখার বিষয় হবে।

Previous articleআজ দার্জিলিংয়ে মমতার পদযাত্রা
Next articleকেরলে আগের নিয়মেই জনগণনা