কাঠমান্ডু যাওয়া আরও সহজ ও সস্তায়

শিলিগুড়ি থেকে কাঠমান্ডু যেতে এবার চালু হচ্ছে সরকারি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করছে এই পরিষেবা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই চালু হয়ে যাওয়ার কথা। ফলে পর্যটনে জোয়ার আসবে বলেই ধারণা।

বছর খানেক আগে একটি বেসরকারি সংস্থা শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু করেছিল। সরকারি যে বাস চালু হচ্ছে সেগুলির শীতাতপ নিয়ন্ত্রিত হব্দ। আসন সংখ্যা ৪৪টি। ভলভো বাসের ভাড়া ১৩৯০, এসি বাসের ভাড়া ১২৫০। যাত্রীদের চা, জল, হালকা খাবার দেওয়া হবে।

যে রূট দিয়ে বাস যাবে তা হলো– শিলিগুড়ি, কাঁকরভিটা, বামনপোখরি, ভদ্রপুর, কাঠমান্ডু। আপাতত ৬টি বাস চলবে। কলকাতা-কাঠমাণ্ডু বিমান ভাড়া প্রায় ১৫ হাজার টাকার কাছাকাছি। এছাড়া ট্রেনে নেপাল গেলেও খরচা অনেকটাই, বাসের ভাড়ার চেয়ে ৫গুণ। ফলে ভলভো যাত্রা জনপ্রিয় হবে মনে করছেন পরিবহন কর্তারা। ভবিষ্যতে সাঁতরাগাছি-পাটনা, কাঁথি-পুরীর মধ্যে সরকারি বাস চালানোর উদ্যোগ নেবে পরিবহন দফতর।

Previous articleউপাচার্যর ঘরের সামনে ধরণা দিয়ে হাসপাতালে সহ-উপাচার্য
Next articleনাগাল্যান্ড-মণিপুর, মেঘালয়-মিজোরামে সিএএ হবে না, দাবি হিমন্ত বিশ্বশর্মার