নাগরিকত্ব বিতর্ক সামলাতেও বিজেপির সমস্যা মুখ সংকট

নরেন্দ্র মোদিকে দেখিয়ে লোকসভা ভোট হয়েছে।
কিন্তু এখন?
রাজ্যে বা এলাকায় যখন নাগরিকত্ব বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে ঝড়, তখন তা সামলাতে ওজনদার মুখ কই? রাজ্য বিজেপি সেই মুখ সংকটেই ডুবছে। একটা দুটো মিছিলে লোক হচ্ছে বটে। কিন্তু বুথভিত্তিক কাজ হচ্ছে না। বিধানসভার তিন উপনির্বাচনেও হাল খারাপ হয়েছে তাদের।
দিলীপ ঘোষ বা লকেট চট্টোপাধ্যায় ছাড়া সেভাবে নিজেরা জনআকর্ষণী ক্ষমতা দেখাতে পারছেন না কেউ। বড়জোর রায়গঞ্জে দেবশ্রী, কোচবিহারে নিশীথ বা কিছু ক্ষেত্রে বাবুল। কিন্তু এলাকাভিত্তিক প্রচার দুর্বল। হিন্দুত্বের হাওয়ায় কিছু সমর্থন আসছে। তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। এমনকি আসন্ন পুরভোটে বহু জায়গায় গ্রহণযোগ্য প্রার্থীও বিজেপির পাওয়া মুশকিল। তার সঙ্গে বহু এলাকায় গোষ্ঠীবাজি কাজ করছে। এনিয়ে দলের একাংশ রীতিমত বিরক্ত। কয়েকজন এমন ভাব করছেন যেন কত কী করে ফেলেছেন। অথচ বাস্তব হল টিভিতে মুখ দেখানো ছাড়া এদের আদৌ কতটুকু প্রভাব আছে, তা দলেই সবাই জানেন। ফলে মুখ সংকট থেকে এখনও বেরোতে পারছে না রাজ্য বিজেপি।

Previous articleআজ বিধানসভায়  CAA বিরোধী প্রস্তাব পেশ হবে
Next articleহেলিকপ্টার দুর্ঘটনা কেড়ে নিল পৃথিবীখ্যাত বাস্কেটবলার ব্রায়ান্টকে