রাজ্যের প্রকল্পগুলি নিয়ে পড়াশুনা করছেন নোবেলজয়ী, সামিল হতে চান উন্নয়নে

“এই রাজ্যে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আশাকরি, কাজ করতে চাইলে তা কেউ আটকাবে না।” মঙ্গলবার নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর তাঁর এমনই ইচ্ছার কথা শোনালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে তিনি বলেন, “রাজ্য সরকার এই রাজ্যে যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে তা সম্পর্কে জেনেছি। এখন সেগুলো নিয়ে পড়াশোনা করবো। একইসঙ্গে রাজ্যের উন্নয়নে আমারও অনেক ভাবনা আছে।”

এর আগে মঙ্গলবার বিকেলে তাঁর মাকে সঙ্গে নিয়ে নবান্নে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Previous articleবাংলা স্কুলের ইতিহাসে রেকর্ড গড়ে আসছে
Next articleরাতেই বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোর সকাল থেকেই রাজ্যজুড়ে ফের বৃষ্টি