রাতেই বাড়বে তাপমাত্রা, সরস্বতী পুজোর সকাল থেকেই রাজ্যজুড়ে ফের বৃষ্টি

বুধবার সরস্বতী পুজোর দিন সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার আগে আজ, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। এদিন আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনটাই জানানো হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল বুধবার সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হবে। ৩০ তারিখ অর্থাৎ পরশুদিনও মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি, যেমন দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে।

৩১ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাপমাত্রা খুব বেশি না কমলেও ১২ থেকে ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

Previous articleরাজ্যের প্রকল্পগুলি নিয়ে পড়াশুনা করছেন নোবেলজয়ী, সামিল হতে চান উন্নয়নে
Next articleমমতাই এক নম্বরে ! বিজেপির সম্ভাবনা উড়িয়ে সমীক্ষায় একুশের আভাস