বাংলা স্কুলের ইতিহাসে রেকর্ড গড়ে আসছে

স্কুল হল ভিত্তি। জীবনের রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়ার সাজঘর। সেই স্কুলেরই ইতিহাস নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ তথ্যচিত্র। সময়ের দলিল বলাই ভালো।

ইতিহাস তৈরি হচ্ছে মধ্য কলকাতার টাকি বয়েজ স্কুলে। সরস্বতী পুজোর দিন উদ্বোধন হবে স্কুল নিয়ে তথ্যচিত্র ” সাজঘর”। তিন প্রাক্তনী সীমন্ত, সায়নজিৎ, শুভজিতের উদ্যোগ। প্রযোজক মঞ্চের আনুষ্ঠানিক নাম ‘দলছুট।’ প্রাক্তনী সংগঠন টিব্যাকের কার্নিভালে উদ্বোধন হয়েছিল ট্রেলার। এবার মুক্তি পাবে সিডি। স্কুলের ইতিহাস, অতীতের গল্প, প্রবীণ থেকে নবীন শিক্ষকশিক্ষিকা, ছাত্রদের সাক্ষাৎকার। কোনো স্কুলে আজ পর্যন্ত এমন তথ্যচিত্র দেখা যায় নি। তিন প্রাক্তনী আবেগ এখানে স্থায়ী দলিলের চেহারা নিয়েছে। টাকি বয়েজের ছাত্রদের উপস্থিতি বিশ্বজোড়া। “সাজঘর” নিয়ে আগ্রহ সবার। নিজের অতীতকে একঝলক ছুঁয়ে দেখার সুযোগ।

Previous articleঅভিজিৎ-মুখ্যমন্ত্রী সাক্ষাতে রাজ্য সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ নোবেলজয়ীর
Next articleরাজ্যের প্রকল্পগুলি নিয়ে পড়াশুনা করছেন নোবেলজয়ী, সামিল হতে চান উন্নয়নে