সিরিজে কিউইদের পর্যুদস্ত করেও শাস্তির মুখে কোহলি ব্রিগেড। মুল কারণ স্লো ওভার রেট। এক ওভার নয়, নির্ধারিত সময়ে তাঁরা ২ ওভার কম করেছেন। সেই কারণে ম্যাচ ফি থেকে ভারতীয় দলের ৪০% কাটা যাচ্ছে।
প্রশ্ন হচ্ছে, কোহলি যে টিমকে জেন্টলম্যানস টিম বলেছিলেন, সেই টিমের কোনও খেলোয়াড় নয়, এই অভিযোগ করেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন আর শন হেগ। সঙ্গে থার্ড আম্পায়ার অ্যাশলে মেহরোত্রা। আর তাঁদের অভিযোগে সিলমোহর দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ২.২২ ধারায় প্রতি ওভার কম বল করার জন্য ২০% ম্যাচ ফি কাটা যাবে। দু’ওভারের জন্য ৪০%।