সারদার মূল হোতা আপনাদের দলে, সাহস থাকলে তাঁকে তাড়ান: বিজেপি-কে চ্যালেঞ্জ অভিষেকের

লোকসভার বাজেট অধিবেশনে বলতে উঠে মোদি সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩৪ মিনিট ভাষণের শুরুতে আপাত ফাঁকা অধিবেশন কক্ষ ভরে যাচ্ছিল অভিষেকের বক্তব্যের সময়ই। একে একে সাংসদরা ফিরছিলেন নিজেদের জায়গায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। তুলনা করেন কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার সঙ্গে। তিনি বলেন, দেশের মানুষের একদিকে খাদ আর একদিকে কুঁয়ো। কোনদিকে যাবে তারা? ঘরে টাকা রাখলে চোর চুরি করবে আর ব্যাঙ্কে রাখলে কেন্দ্র লুঠ করে নেবে। এ প্রসঙ্গে সমবায় নিয়ে সওয়াল করেন অভিষেক। এই সময় হঠাৎই করে গেরুয়া বেঞ্চ থেকে তাঁর দিকে সারদা নিয়ে আক্রমণ শানাতে যান বিজেপি সাংসদরা। সরাসরি তাঁদের চোখে চোখ রেখে তৃণমূল সাংসদ বলেন, “সারদা কাণ্ডের মূল পান্ডা আপনাদের দলে রয়েছে। সাহস থাকলে আগে তাঁকে দল থেকে তাড়ান, তারপরে কথা বলতে আসবেন”। এরপরেই তিনি বলেন, “এই নিয়ে এখন চিৎকার করতে চাইলে, আমি ১০ ঘণ্টা চিৎকার করতে পারি। আপনারা স্পিকারের থেকে এর জন্য সময় চেয়ে নিয়ে আসুন”। এরপরে স্পিকারকে তিনি বলেন “আমার বক্তব্যের মধ্যে ব্যাঘাত ঘটানো হচ্ছে। সুতরাং এর জন্য আমি অতিরিক্ত সময় সময় দাবি করব”। এই কথার পরেই একেবারে জোঁকের মুখে নুন পড়ে। মুখ বন্ধ হয়ে যায় বিজেপি সাংসদের। দাপটের সঙ্গে দলের নীতি অনুযায়ী লোকসভায় বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন-রেল বাজেটে বঞ্চিত বাংলা, নয়া স্লোগান দেশ কা ভুল, কমল কা ফুল: অভিষেক

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেট ‘বেচো ইন্ডিয়া’, রাজভবন বিজেপি-র বর্ধিত কার্যালয়, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন-বাজেট ২০২০- কেন্দ্রীয় সরকারের ৩ মার্ডার: তীব্র আক্রমণ অভিষেকের

Previous articleরেল বাজেটে বঞ্চিত বাংলা, নয়া স্লোগান দেশ কা ভুল, কমল কা ফুল: অভিষেক
Next articleশিনা বোরা হত্যা: পিটার মুখার্জিকে জামিন দিল বম্বে হাইকোর্ট