বিজেপির মিছিল থেকে আটক কৈলাস-মুকুল, পুলিশ-সিআরপিএফ ধস্তাধস্তি!

CAA সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রাকে ঘিরে ফের ধুন্ধুমার কলকাতায়। আজ, শুক্রবার বিজেপির মিছিল টালিগঞ্জ ফাঁড়ির কাছে আটকে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়কে। তাঁদেরকে পুলিশ ভ্যানে তোলার সময় দেহরক্ষীর দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়।

বিজেপি কর্মীদের সঙ্গেও ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। পরে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পল-সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা-নেত্রী-কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় প্রায় ঘন্টা দুয়েক রাসবিহারী, টালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক যানজট তৈরি হয়।

আরও পড়ুন-রাজ্যের খসড়া বক্তৃতা হুবহু পড়লেন ধনকড়!