Tuesday, December 2, 2025

করোনা আতঙ্কে এ কী করলেন প্রৌঢ়!

Date:

Share post:

করোনা আতঙ্ক এবার প্রাণ নিল এক প্রৌঢ়ের। অন্ধ্রপ্রদেশের চিত্তোর জেলার এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন ভেবে আত্মঘাতী হলেন বলে অভিযোগ পরিবারের।

করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়তেই চিন থেকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে সেই দেশের নাগরিকদের। এয়ার ইন্ডিয়ার বিমানে চিন থেকে ৩২৪ জন ভারতীয়কে উদ্ধার করে নিয়ে আসা হয়। যাঁদের মধ্যে ৫৬ জনই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ৫৩ জন তামিলনাড়ু এবং ৪২ জন কেরালার। চিত্তোর জেলার বাসিন্দা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ইঙ্গিতবাহী লক্ষণ দেখা যায়। কিন্তু চিকিৎসকরা জানান, তাঁর শরীরে করোনাভাইরাস নেই। তবে বিশেষ সংক্রমণের জন্য মাস্ক পরার পরামর্শ দেন তাঁরা। তাতেই সন্দেহ দানা বাধে প্রৌঢ়ের মনে। এলাকার বাসিন্দাদের তিনি সতর্ক করেন, যেন তাঁর থেকে দূরে থাকেন সবাই। এরপরই সোমবার আত্মহত্যা করেন তিনি। তাঁর ছেলে জানান, ‘‘চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরে বাবার মনে হয়েছিল, তিনি করোনায় আক্রান্ত। তারপর থেকেই বলতে থাকেন, গ্রামবাসীদের রক্ষা করতে তাঁকে আত্মহত্যাই করতে হবে। বোঝানো সত্ত্বেও পরিবারের কথা শোনেননি তিনি। মাস্ক পরার আতঙ্কই প্রাণ নিল তাঁর।’’

ইতিমধ্যে করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ ঘোষণা করেছে। চিনে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে হাজারের বেশি। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ভাইরাস সংক্রমণে বিপজ্জনক ৩০টি দেশের মধ্যে রয়েছে ভারতও। এই সব খবরের মধ্যে এই ধরনের ঘটনায় শোকস্তব্ধ চিত্তোর।

আরও পড়ুন-রাজধানীতে নোটার থেকেও কম ভোট বামেদের

spot_img

Related articles

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...

কোহলি ভক্ত ছেলের মাঠে অনুপ্রবেশ, রাঁচি যাচ্ছেন বাবা

নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রবিবার রাঁচির স্টেডিয়ামে বিরাট কোহলির(Virat Kohli) কাছে পৌঁছে গিয়েছিলেন ভক্ত শৌভিক মুর্মু। আবেগ কি...

উচ্চ মাধ্যমিকে ১২ পাতার মধ্যেই উত্তর বাধ্যতামূলক, নয়া নির্দেশ জারি সংসদের

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে শিক্ষার্থীরা...