ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজের গার্ডার ভেঙে ইঞ্জিনিয়ার সহ মৃত ৪

ফরাক্কা ব্রিজের নির্মীয়মাণ অংশের গার্ডার ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ২জন আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়বে। মৃতদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ও দুজন শ্রমিক। আহতরা মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। কাজ করছিলেন প্রায় ৪০ জন শ্রমিক। দেড় বছর ধরে নতুন ফরাক্কা ব্রিজ তৈরির কাজ চলছিল। রবিবার সন্ধ্যায় কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজের গার্ডার। তার নিচেই চাপা পড়েন শ্রমিকরা। ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। প্রথমে ৭জনকে উদ্ধার করা হয়। সকলেই রক্তাক্ত। পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংস স্তূপের নিচে কেউ আর রয়েছেন কিনা তার খোঁজ চলছে। দক্ষিণ ভারতের একটি সংস্থা ব্রিজ নির্মাণের বরাত পায়।

Previous articleযোগীর উত্তরপ্রদেশে বেকারত্ব বেড়েছে ৫৮%, বেকার যুবক ৩৪ লক্ষ
Next articleমর্মান্তিক দুর্ঘটনায় হত কাউন্সিলর ও তাঁর ভাই