মণীন্দ্রর ‘ভিশন’ পুনর্মিলন চমকে দিল

আট বছরে পা দিল মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের রসায়ন বিভাগ “ভিশন” পুনর্মিলন উৎসব। প্রতি বছরের মতো এ বছরেও কলেজের রসায়ন বিভাগ “ভিশন” পুনর্মিলন উৎসবের মাধ্যমে হাত বাড়িয়ে দিয়েছে তৃতীয় বর্ষে পাঠরত মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের দিকে। শুধুমাত্র পড়াশোনা কোন ছাত্র-ছাত্রীর মানসিক গঠন করতে পারে না তার জন্য দরকার পারস্পারিক মেলবন্ধন। বিগত সাত বছর ধরে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের রসায়ন বিভাগ তাদের পুনর্মিলন উৎসব ভিশন এর মাধ্যমে সেই প্রচেষ্টাই করে চলেছে। প্রতিবছরের মতো এবছরও এই রসায়ন বিভাগ এই ভিশন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কলেজের তৃতীয় বর্ষের এগারো জন মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের ৫০০০ টাকা করে আর্থিক বৃত্তি প্রদান করেছে।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের, প্রথমদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় আলোকচিত্র ও বিজ্ঞান প্রদর্শনী এবং ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এই সব অনুষ্ঠান সর্বাঙ্গে সফল ছিল। পুনর্মিলন উৎসব এর দিন আয়োজিত হয় একটি বিতর্ক সভা ,যার মূল বিষয় ছিল ‘নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ছাত্রসমাজের কাছে বিভ্রান্তিকর’, এই বিতর্ক সভায় অনেক বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন, তারা নিজেদের মতামতের মাধ্যমে এই বিতর্ক সভাকে বর্ধিত করেছেন। পরবর্তী অনুষ্ঠান এগিয়েছে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং সবশেষে এই বিভাগের অধ্যাপক , শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের কবিতা ‘পুরস্কার’ এর অবলম্বনে একটি গীতিনৃত্যনাট্য পরিবেশন করেছেন যেটি ওই অনুষ্ঠানটিকে অন্য মাত্রা এনে দিয়েছে।

Previous articleনি:শব্দে প্রয়াত হলেন মহানায়ক উত্তম কুমারের প্রিয়পাত্র অভিনেতা ফকিরদাস কুমার
Next articleব্রেকফাস্ট নিউজ