কবর স্থানের জল দিয়ে রান্নার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হল রাঁধুনিকে। ঘটনাস্থল নাইজেরিয়ার উঘেলি। ঠেলাগাড়িতে ওই মহিলা উঘেলি বাজারে ভাত বিক্রি করেন। বুধবার উঘেলি বাজারে জীবন্ত পুড়িয়ে মারা হয় তাঁকে।

এই ভাতের আঞ্চলিক নাম ‘মামা অ্যারোমা’। প্রতিদিন বাজারে ভাত বিক্রি করেন তিনি। ওই কবর স্থানের এক কর্মী অভিযোগ করেন, রাঁধুনিকে কবরস্থান থেকে জল আনতে দেখেছেন তিনি। তাঁকে কবরস্থানের দিকে যেতে দেখে পিছু নেন বলে জানান অভিযোগকারী। ওই জল দিয়ে রান্না করা হয়েছে বলে অভিযোগ তাঁর। ওই মহিলা বাজারে ফিরতেই তাঁর আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এই ঘটনার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-লাইভ রিপোর্টিংয়ে হঠাৎ চালু হল ক্যামেরার ফিল্টার! সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক সাংবাদিক
