দোলের আগেই ‘বসন্ত-উৎসব’-এর আয়োজন

আকাশে মেঘের আনাগোনা। তবে, ক্যালেন্ডার জানান দিচ্ছে দোরগোড়ায় দোল উৎসব। সেই উপলক্ষ্যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে পি সি চন্দ্র গার্ডেনে। শুক্রবার, সেই ‘বসন্ত-উৎসব’-এ উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক প্রবীর ঘোষাল এবং ইন্ডিয়া ট্যুরিজিমের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সাজাচ্ছে লোকগানের দল ‘দোহার’। দোহারের রাজীব দাস জানালেন, অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে নৃত্যানুষ্ঠান ও বাদ্যযন্ত্রের অনুষ্ঠান। উৎসবে সঙ্গীত পরিবেশনও করবে ‘দোহার’। তাছাড়াও শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির সদস্যরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। মণিপুর ও ওড়িশি নৃত্যশিল্পীরা অনুষ্ঠান করবেন। এর পাশাপাশি শ্রীখোল সহ বিভিন্ন লোক বাদ্যযন্ত্র পরিবেশন করা হবে। ‘বসন্ত-উৎসব’-এ ‘দোহার’-এর পাশাপাশি সহযোগিতা করেছে ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার। দোলের আগেই এক রঙিন বসন্ত শহরবাসীকে উপহার দিতে চলেছে পি সি চন্দ্র গার্ডেন।

আরও পড়ুন-তাপসকে মেরে ফেলা হয়েছে, বিস্ফোরক অভিযোগ নন্দিনী পালের

Previous articleকবে ঘোষণা পুরনির্বাচনের দিন?
Next articleমুরগির গলায় পোস্টার, অভিনব প্রচারে ব্যবসায়ীরা