দফায়-দফায় বৃষ্টি, রোদ্দুর উঠলেই বিদায়ের আগে ফের জাঁকিয়ে পড়বে শীত!

ভোর না হতেই দফায়-দফায় বৃষ্টি। শীতের আমেজ কাটার আগেই বুধবার রাত থেকেই আকাশের ভাবছিল বেগতিক। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছিল। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া সহ অন্যত্র প্রবল ঝড়ের পাশাপাশি হয়েছে বৃষ্টি ।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে থেকে জানানো হয়েছে, এই বৃষ্টি আজ সারাদিন দফায় দফায় রাজ্যের বিভিন্ন জায়গায় চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব তো থাকবেই তার সঙ্গে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। বৃষ্টি কমলে ফের দোলের কয়েকদিন আগে জাঁকিয়ে শীত করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে রাজ্যের তাপমাত্রা কিছুটা বাড়লেও এই বৃষ্টির প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় গড়ে 4 থেকে 5 ডিগ্রি নেমে গিয়েছে । যার নিট ফল, বৃষ্টি থেমে রোদ্দুর উঠলেই ফের কয়েকদিনের জন্য জাঁকিয়ে পড়বে শীত।

Previous articleএমাসেই হতে পারে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি
Next articleপেটিএম কর্মীর শরীরে করোনাভাইরাসের জীবাণু, বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ