করোনা আতঙ্কে তাজমহল বন্ধ রাখার দাবি

করোনাভাইরাসের আতঙ্ক এবার শ্বেতশুভ্র সমাধিসৌধ ঐতিহাসিক তাজমহলকে কেন্দ্র করেও। বিশ্ব ঐতিহ্য তালিকার অন্যতম তাজমহল দেখতে বছরভর অসংখ্য বিদেশি পর্যটকের ভিড় লেগে থাকে আগ্রার তাজমহলে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার কিছুদিনের জন্য তাজমহল পরিদর্শন বন্ধ রাখার আর্জি জানালেন আগ্রার মেয়র নবীন জৈন। কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়ে তিনি বলেছেন, তাজমহলে বহু বিদেশি পর্যটক আসেন। বর্তমানে করোনা সংক্রমণ বেশি ছড়িয়েছে যেসব দেশে, সেখান থেকে লোকজন এলে যেমন বিপদ, তেমনি সুরক্ষার খাতিরে অন্য যে কোনও দেশের মানুষ তাজমহলে এলেও স্বাস্থ্যসমস্যা হতে পারে। তাজমহল দেখতে যে পরিমাণ ভিড় হয় তাতে কোভিড-১৯ ছড়ানোর আশঙ্কা বাড়তে পারে। আগ্রার মেয়র তাজমহলের সঙ্গে অন্য ঐতিহাসিক সৌধগুলিও কিছুদিনের জন্য বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। এর মধ্যে ১৬ জন ইতালি থেকে আসা পর্যটক।

আরও পড়ুন-করোনা পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

Previous articleরবীন্দ্রভারতীর অশ্লীলতার ছায়া মালদহের স্কুলে
Next articleইয়েস ব্যাঙ্ক গ্রাহকদের সুখবর দিল এসবিআই