হাতে ঘোরা টাকার নোট এই মুহুর্তে কতখানি নিরাপদ ?

করোনার প্রকোপ আটকাতে মানুষকে গৃহবন্দি থাকতেই পরামর্শ দেওয়া হচ্ছে৷ কিন্তু হাতে হাতে ঘোরা টাকার নোট এই মুহুর্তে কতখানি নিরাপদ ? টাকার মাধ্যমে করোনা ছড়ানোর আশঙ্কা কতখানি ?

বিশেষজ্ঞরা বলছেন, শতকরা ১০০ ভাগ রোগ সংক্রমণের আশঙ্কা থাকছে হাতে হাতে ঘোরা টাকার নোট থেকে৷ বিশেষজ্ঞদের বক্তব্য, টাকা পয়সা লেনদেনের পরই ভালো করে হাত ধুয়ে ফেলতে হবে৷ এতে সংক্রমণের সম্ভাবনা কিছুটা কমে যায়।অনেকেই টাকার নোট গোনার সময় মুখের লালা ব্যবহার করেন। তাঁদের এমন করার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওদিকে, ব্যাঙ্কিং সেক্টরে যাঁরা এই সময়েও প্রতি মুহুর্তে টাকার আদান প্রদান করছেন, সেই কর্মী-আধিকারিকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত সরকার।

*( বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন৷ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ এ বিষয়ে বিশেষজ্ঞ-মতামত দেওয়ার অধিকারী নয়)*

Previous articleকরোনা ভাইরাসে সংক্রমণের নতুন লক্ষণ প্রকাশ্যে, বিশ্ব জুড়ে উদ্বেগ তুঙ্গে
Next articleকরোনা-যুদ্ধ: মুখ্যমন্ত্রী কাকে বলে, দেখিয়ে দিলেন মমতা