করোনা পরীক্ষার কিট তৈরি হবে ট্রপিক্যালে, সিদ্ধান্ত স্বাস্থ্যভবনের

করোনাভাইরাস পরীক্ষার করার জন্য নয়া সিদ্ধান্ত রাজ্যের। এবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে লালারস সংগ্রহের বিশেষ কিট তৈরি করা হবে। যার নাম ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’।

নমুনা সংগ্রহ এবং তার পরীক্ষা যাতে দ্রুততার সঙ্গে করা যায় তাই এই সিদ্ধান্ত বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর।
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কোনও ব্যক্তির দেহ থেকে সোয়াব অর্থাৎ লালারস সংগ্রহ করার জন্য ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ নকিটের প্রয়োজন হয়। কিন্তু এই কিটের সংখ্যা কম হওয়ায়, নমুনা নিয়ে যাওয়া ও রিপোর্ট আসতে অনেক সময় লাগছে। সময় বাঁচাতে এই সিদ্ধান্ত রাজ্যের।

স্বাস্থ্যভবনের এক কর্তা জানান, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এই কিট তৈরির যন্ত্র রয়েছে। আগে কিট তৈরি হলেও, বেশ কিছু বছর তা বন্ধ ছিল। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় নতুন করে সেই কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যভবন।

Previous articleকরোনায় ত্রাণ সংগ্রহের আবেদন শিক্ষক সংগঠনের
Next articleপোস্তা ঘুরে জানবাজার, বাজার সুস্থ রাখতে সক্রিয় মুখ্যমন্ত্রী