“পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবে, বলেছে পাড়ার দাদারা”- হুগলি জেলার মানকুণ্ডুর মন্দিরতলায় ঢুকলে মনে পড়ে যাবে অঞ্জন দত্তের এই গানটির কথা। ভাইরাস সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন। এই পরিস্থিতিতে করোনা আতঙ্কে অন্যরকম পথ অবলম্বন করেছেন মন্দিরতলা এলাকার বাসিন্দারা।শুক্রবার দেখা গেল, এলাকায় পোস্টার লাগিয়ে অচেনা ব্যক্তির এলাকায় প্রবেশ নিষেধ বলে জানিয়েছে এলাকার মানুষ। লকডাউন ঘোষণার পরেও অনেকে সেটা মানছে না। তাই এই পথ অবলম্বন করেছে মন্দিরতলার মানুষ। আর সেই পোস্টার দেখেই অনেকে অঞ্জন দত্তের গানের কথা মনে করছেন।
