তৃতীয় পর্যায়ের আগে লকডাউন সফলতায় মুখ্যমন্ত্রীকে সেনার সাহায্য নেওয়ার পরামর্শ রাহুলের সিনহার

করোনা মোকাবিলায় গোটা দেশের মতো রাজ্যে চলা লকডাউনকে একশো শতাংশ সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেনা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা আজ, রবিবার এক ভিডিও বার্তায় জানান, আগামীকাল সোমবার ৩০ মার্চ থেকে ভারতে করোনা ভাইরাস তৃতীয় পর্যায়ে পা দিতে চলেছে। তৃতীয় পর্যায়ের প্রাক মুহুর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ববন্দ্যোপাধ্যায়ের তাঁর আবেদন, রাজ্যের বেশকিছু জায়গা-সহ কলকাতার কিছু অংশে অবিলম্বে লকডাউন কার্যকারিতা করার জন্য আধা সেনা ও সেনার সাহায্য নেওয়া হোক। তাহলেই একমাত্র করোনা ভাইরাসের আক্রমণের হাত থেকে রেহাই পাবে কলকাতা তথা রাজ্যবাসী।

Previous articleরাজ্যে আরও এক আক্রান্ত, বেড়ে ২০
Next articleচতুর্থ করোনা টেস্টেও পজিটিভ কণিকা কাপুর,আরও দু’বার পরীক্ষা হবে