চিকিৎসার জন্য গিয়ে অন্ধ্রে আটকে রাজ্যের কমপক্ষে ৪০ জন

করোনা আপডেট :৩০ মার্চ, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৪১,৯০৭, মৃত ৩৫,৩৩৭। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ৩০। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

লকডাউনের জেরে স্তব্ধ গোটা দেশ। আর এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের কমপক্ষে 40 জন মানুষ চিকিৎসা করতে গিয়ে আটকে রয়েছেন অন্ধ্রে। টাকা ও রসদ ফুরিয়ে যাওয়ায় খাওয়াও হচ্ছে না। লকডাউনের জেরে বাড়ি ফিরতেও পারছেন না তাঁরা।

আটকে পড়া মানুষরা পশ্চিমবঙ্গ ও অন্ধ্র সরকারের কাছে বাড়ি ফিরে যাওয়ার বন্দোবস্ত করে দেওয়ার আবেদন জানান। ভিডিও বার্তায় রাজ্যে ফেরার আর্তি জানিয়েছেন এক মহিলা। বাংলায় থাকা তাঁদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

Previous articleকরোনা আক্রান্ত তিনজন সেরে ওঠায় আত্মবিশ্বাস বেড়েছে মুখ্যমন্ত্রীর
Next articleজীবাণু মারার কীটনাশক শ্রমিকদের শরীরে ছিটিয়ে জীবাণুমুক্ত করল যোগী সরকার?