করোনা সতর্কতা: জীবাণু মুক্ত করার উদ্যোগ তুফানগঞ্জে

কোভিড- ১৯ জীবাণু মুক্ত করার কাজ শুরু হল তুফানগঞ্জ পুর অঞ্চলে। শহরের বিভিন্ন প্রান্তে পুরসভার উদ্যোগে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের সহযোগিতায় শুরু হয়েছে জীবাণুমুক্ত করার কাজ। ২০ লিটার ফিনাইল জলে মিশিয়ে পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের হাইড্রেন ও ঘরের চালের ওপর দিয়ে স্প্রে করেন দমকল কর্মীরা। পাশাপাশি, শহরের পানীয় জলের ট্যাংক, মাছবাজারেও স্প্রে করা হয়।

তুফানগঞ্জ পুরসভার পুরপ্রধান অনন্ত কুমার বর্মা জানান, ” তুফানগঞ্জ এসডিও অফিস, বিডিও অফিস, থানা, তুফানগঞ্জ দমকল কেন্দ্রের সহযোগিতায় এই কাজ করা হয়েছে।” তুফানগঞ্জ দমকল কেন্দ্রের ওসি শিবানন্দ বর্মন জানান, ” পুরসভার পক্ষ থেকে যেসব অঞ্চলে স্প্রে করতে বলা হবে সেসব অঞ্চলে দমকল কর্মীরা কাজ করবেন। “

Previous articleত্রাণ তহবিলে টাকা দিলো কলকাতা এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
Next articleফ্ল্যাট খালি না করায় ধর্ষণের হুমকি ভুবনেশ্বরের এক চিকিৎসককে