BREAKING: করোনা কোপ, সুদ কমল সঞ্চয় প্রকল্পে

করোনা আপডেট :৩১ মার্চ, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ২৭, মৃত ৩।

করোনার কোপ। একের পর এক সঞ্চয় প্রকল্পে সুদ কমাল কেন্দ্র সরকার। পিপিএফ-এর সুদ ছিল ৭.৯, কমে হল ৭.১শতাংশ। কিষান বিকাশ পত্রেও কমল সুদ। ছিল ৭.৬% হল ৬.৯%। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার ছিল ৮.৪%, কমে হলো ৭.৬%। বয়স্ক মানুষের সঞ্চয় প্রকল্পেও হাত। সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম ৮.৬% থেকে ৭.৪% হয়েছে। স্বল্প সঞ্চয়ে সুদের হার কমেছে ১.৪%। এনএসসির সুদ ৭.৯% থেকে ৬.৬%।

 

Previous article‘সব ঋণ মিটিয়ে দেব’,আর্থিক সঙ্কটের সময়ে সীতারামনকে টুইট বিজয় মাল্য’র
Next articleএক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়া আসা, শহরে করোনা রোগীকে নিয়ে নাটক!