ধুঁকছে অর্থনীতি, দেশের প্রথম রাজ্য হিসাবে সরকারি কর্মীদের বেতন কমছে তেলেঙ্গানায়

২১ দিনের টানা লকডাউনের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে৷ টান পড়েছে সরকারি কোষাগারেও।

পরিস্থিতি সামাল দিতে সরকারি খরচ কমানোর পথে হাঁটল তেলেঙ্গানা।

দেশের প্রথম রাজ্য হিসাবে তেলেঙ্গানার সরকারি কর্মচারীদের বেতন কমানোর মতো কঠিন সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। জানা গিয়েছে, তেলেঙ্গানা সরকার সব ধরনের সরকারি কর্মচারীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের ক্ষেত্রে ১০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বেতন কাটছাঁটের সিদ্ধান্ত নিতে বিশেষ এক বৈঠক করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই বৈঠকের পরেই সরকারি তরফে ঘোষণা করা হয় যে, মুখ্যমন্ত্রী তাঁর নিজের এবং মন্ত্রিপরিষদ ও বিধায়কদের বেতন ৭৫ শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন পুরসভার আধিকারিকদের বেতনও একইভাবে কমানো হবে৷
আইএএস, আইপিএস, আইএফএস এবং অন্যান্য কেন্দ্রীয় পরিষেবা আধিকারিকদের ক্ষেত্রেও ৬০ শতাংশ বেতন কমিয়ে দেওয়া হবে৷ অন্য শ্রেণির কর্মীদের ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন কাটা হবে বলে তেলেঙ্গানা সরকার জানিয়েছে। শুধু স্থায়ী সরকারি কর্মচারীদেরই যে বেতন কমানো হবে তা নয়, চুক্তিভিত্তিক কর্মী ও অবসরকালীন ভাতা প্রাপকদেরও টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে চন্দ্রশেখর রাও সরকার।

Previous articleকেন প্রয়োজন সামাজিক দূরত্ব? বিশ্বরূপ ঘোষ
Next articleবাড়ি ফিরতে চার দিন হাঁটল ২১ জন শ্রমিক, অবশেষে পুলিশের সহায়তায় ফিরল বাসস্থানে