পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঘিঞ্জি বস্তিতে করোনা সংক্রমণ, আতঙ্কে মুম্বই

এরই মধ্যে মুম্বাইতে করোনা আক্রান্তের সংখ্যা দেড়শ পেরিয়েছে। বুধবার থেকে শঙ্কা আরও বেড়ে গেল। করোনাভাইরাস হানা দিয়েছে ধারাভি বস্তিতে। জনঘনত্বের দিক থেকে এই ধারাভি বস্তি পৃথিবীর তৃতীয় বৃহত্তম । আড়াই থেকে তিন হাজার পায়রার খোপের মতো ঘর, শৌচালয়ের সংখ্যাও সীমিত। ধারাভি বস্তিতে করোনাভাইরাসের সংক্রমণ হলে কতটা ভয়ংকর হতে পারে, তা বলাই বাহুল্য। বুধবার বস্তির এক বাসিন্দার করোনা সংক্রমনের খবর আসে। কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি মারা যান। এরপরই তৎপর হয় প্রশাসন। ধারাভির একটি বড় অংশকে সিল করে, ওই পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। করোনা রুখতে সামাজিক দূরত্বই এখন পথ। কিন্তু সেটা ধারাভিতে কোনো ভাবেই পালন করা সম্ভব নয়। ধারাভিতে করোনা সংক্রমনের অর্থ, অতি দ্রুত তা ছড়িয়ে পড়তে পারে হাজার মানুষের মধ্যে। আর সেটাই এখন চিন্তায় রাখছে মুম্বই বাসীকে।

Previous articleকরোনার চিকিৎসায় এবার রাজ্যজুড়ে একটাই গাইডলাইন, মানতে হবে সব হাসপাতালকে
Next articleহোম কোয়ারেন্টাইনে পারিবারিক বচসা, প্রাণ গেল বধূর