জুনিয়র আইনজীবীদের নূন্যতম সাম্মানিক দেওয়ার দাবি বার অ্যাসোসিয়েশনের

করোনা আপডেট :২ এপ্রিল, রাত ৯ টা। বিশ্ব : আক্রান্ত ৯,৫৯,৬৯০, মৃত ৪৯,১৫৪। দেশ : আক্রান্ত ২০৩২, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

করোনাভাইরাস এখন ভারতেও থাবা বসিয়েছে। আপাতত কোভিড-১৯-র জন্য কেন্দ্রীয় সরকার টানা ২১ দিন লকডাউন ঘোষণা করেছে। আজ তার ১০ দিন অতিক্রান্ত হল। সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষদের সঙ্গে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন সদ্য যোগ দেওয়া আইনজীবিরা।

বৃহস্পতিবার ব‍্যঙ্কশাল কোর্ট আইনজীবী অ্যাসোসিয়েশনের (WEST BENGAL BAR COUNCIL) তরফ থেকে রাজ্যব্যাপী আইনজীবীদের সংগঠনের কাছে একটি আবেদন করা হয়। সমস্ত রাজ‍্য আইনজীবিদের সংগঠনের যে তহবিল রয়েছে সেখান থেকে প্রত্যেককে মাথাপিছু ১৫০০০ টাকা করে দেওয়ার জন্য। যদিও এখনও পর্যন্ত রাজ‍্য আইনজীবিদের সংগঠনের তরফ থেকে কিছু জানা যায়নি।

Previous articleরাজ্যের বিশেষজ্ঞ কমিটি বলল বাংলায় করোনায় মৃত ৭, খানিক বাদেই মুখ্যসচিব জানালেন করোনায় মৃত ৩!
Next articleলকডাউন প্রচারে পুলিশের গানে ” বেলা বোস”-এর ছায়া