লকডাউনের প্রভাব বোঝা যাবে দুসপ্তাহ পর, মত বিশেষজ্ঞদের

লকডাউনের প্রভাব এখনই নয়। বোঝা যাবে দুসপ্তাহ পর। মত বিশেষজ্ঞদের। ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। যা শেষ হওয়ার কথা ১৪ তারিখ মধ্যরাতে।

এ প্রসঙ্গে আইসিএমআর–এর মুখ্য বিজ্ঞানী তথা মুখপাত্র রমণ গঙ্গাখেড়করের বলেন, এই রোগ পুরোপুরি ধরা পড়ে ১৪ দিন পর। তাই লকডাউনে ভাইরাসের সংক্রমণ কমেছে কিনা সেটা বুঝতে সময় লাগবে। যদি নতুন করে সংক্রমণ না হয়, তাহলে বুঝতে হবে যে লকডাউন সফল হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের প্রাক্তন সচিব সুজাতা রাও- এর মত একই।
বিশেষজ্ঞদের মতে, গত ১৮ মার্চ, একদিনের সংক্রমণের সংখ্যা ছিল ১৫১জন। লকডাউন না হলে সংক্রমিত মানুষের সংখ্যা আরও কয়েক গুণ বাড়তে পারত বলে মত তাঁদের।

Previous articleচলে গেলেন আধুনিক ক্রিকেটে “ডাকওয়ার্থ-লুইস” পদ্ধতির জনক টনি লুইস
Next articleকরোনার চিকিৎসায় এবার রাজ্যজুড়ে একটাই গাইডলাইন, মানতে হবে সব হাসপাতালকে