লকডাউনের অনেক আগে থেকেই করোনা সংক্রমণ রুখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। অনেক জায়গাতেই বার্ষিক পরীক্ষা হয়নি। আটকে গিয়েছে বোর্ডের পরীক্ষাও। এই পরিস্থিতিতে প্রথমে সিবিএসই বোর্ড এবং পরে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল অষ্টম শ্রেণি পর্যন্ত কাউকেই আগের ক্লাসে রেখে দেওয়া যাবে না। সবাই পরের ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে। এবার এই সিদ্ধান্ত নিল আইসিএসসি বোর্ড। বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাদের অধীনে থাকা স্কুলগুলির ক্লাস এইট পর্যন্ত সব ছাত্রছাত্রীকে পরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। পঠন-পাঠনের সমস্যা, পরীক্ষা না হতে পারা এবং উত্তরপত্র মূল্যায়ন করার সমস্যার কারণেই সিদ্ধান্ত।
