ছেলের জন্মদিনের অনুষ্ঠান বাতিল, বরাদ্দ অর্থ ত্রাণ তহবিলে দান

করোনা মোকাবিলায় সরকারের তহবিলে টাকা দরকার। সেই কারণে ছেলের জন্মদিন পালন না করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করলেন শিলিগুড়ির ঘোষ দম্পতি। শনিবার, ছেলের জন্মদিন। তবে এই অবস্থায় অনুষ্ঠান বাতিল করেন তাঁরা। তার পরিবর্তে ছেলের জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠান বাবদ যে অর্থ খরচের কথা ছিল তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন ওই দম্পতি।

শিলিগুড়ি পুরনিগমের ২২ নং ওয়ার্ডের বাসিন্দা বাপন ও পাঞ্চালী ঘোষ। তাঁদের একমাত্র ছেলে রুদ্রায়ণ। পাঁচ বছর পূর্ণ হল রুদ্রায়ণের। সেই উপলক্ষ্যে ধূমধাম করে জন্মদিন পালনের কথা ছিল। সেই মতো আগাম প্রস্তুতিও ছিল। তবে লকডাউন পরিস্থিতিতে অনুষ্ঠান বাতিল করতে হয়। তবে জন্মদিনের অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার, সকালে পর্যটনমন্ত্রী গৌতম দেবের বাড়ি গিয়ে তাঁর হাতে চেক তুলে দেন তাঁরা। ওই দম্পতি জানান, ছেলের জন্মদিন উপলক্ষ্যে করোনা মোকাবিলায় সামিল হতে পেরে তাঁরা খুশি।

Previous articleমন্ত্রীর অন্য মুখ
Next articleরবিবার রাতে বিদ্যুৎ বিপর্যয় এড়াতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের