কলকাতার দেখানো পথে হেঁটে রাস্তা ধুয়ে সাফ করল ঢাকা !

কলকাতার দেখানো পথেই হাঁটল ঢাকা । করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে ঢাকার গুলশান এবং আমেরিকান দূতাবাস সংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের বিভিন্ন রাস্তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করল নৌবাহিনী।
এরই পাশাপাশি , এলাকার স্থানীয় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষদের জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলু-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন তাঁরা। একইসঙ্গে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয় ।এ দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরি দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী জানান, ঢাকার বাইরে কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলীসহ সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। এছাড়া জনসমাগম বন্ধ-সহ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসাধারণকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে । স্থানীয়দের বিভিন্ন সচেতনতায় লিফলেটও বিতরণ করা হয়েছে । pসঙ্গে মসজিদের ইমামদের নানান পরামর্শও দিচ্ছেন তাঁরা। সবমিলিয়ে করোনা মোকাবিলায় রীতিমতো সিরিয়াস বাংলাদেশ সরকার ।

Previous articleহেঁশেল সামলে জনসেবা গৃহিণীর
Next articleসেলিব্রিটি শাশুড়ি-বৌমা র খেলা ভাইরাল নেট দুনিয়ায়