করোনা সচেতনতায় গান গেয়ে প্রচার কোন্নগর পুরসভার

করোনা আপডেট :৬ এপ্রিল, সকাল ১০টা। বিশ্ব : আক্রান্ত ১২,১৮,১২৪। মৃত ৬৫,৮৪১। দেশ : আক্রান্ত ৩৫৮৮, মৃত ৯৯। রাজ্য : আক্রান্ত ৪৯, মৃত ৩।

করোনাভাইরাস রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। এই মারণ ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। এবার করোনা নিয়ে স্থানীয়দের সচেতন করতে ও লকডাউন সফল করতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল পরিচালিত কোন্নগর পুরসভা। পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের উদ্যোগে কোন্নগর শহরের বিভিন্ন এলাকায় গান গেয়ে প্রচার চালালেন পুরসভার কর্মীরা। মানুষকে সচেতন করতে এই উদ্যোগ।এলাকার বাসিন্দারা জানান, পুরসভা সারা বছর মানুষের পাশে থাকে। আর এই কঠিন পরিস্থিতিতে এলাকা স্যানিটাইজ করা, গরিবদের খাবার পৌঁছন- সবই করছে পুরসভা।

গৃহবন্দি জীবন যখন একঘেয়ে, সেই সময় গান গেয়ে প্রচার করায় সন্তুষ্ট স্থানীয়রা। পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন্নগরবাসী।

Previous article৪০ তম স্থাপনা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানালেন মোদি
Next articleভাইরাল ছবি ! পুলিশ অফিসার বাবা ছোট্ট মেয়ের কাছেও যেতে পারছেন না