শুরু অনলাইন ক্লাস, আজ লাইফ সায়েন্স

অভাবনীয় সাড়া জাগিয়ে রাজ্যে লক ডাউন পর্বে এই প্রথম অন লাইন ক্লাস শুরু হল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর সৌজন্যে। রাজ্যের সেরা স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই ক্লাসগুলি নিচ্ছেন। লকডাউনে বাড়িতে বসেই ক্লাস। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস হবে। সরাসরি পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শিক্ষকরা। কেউ যদি ক্লাস মিস করে তাহলে ফেসবুক.. আর ইউটিউবে লগ অন করলেই দেখা যাবে। যতবার ইচ্ছে। ব্যতিক্রমী উদ্যোগ। রাজ্য সরকারের ডাকে পড়ুয়াদের পাশে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

দেখুন ভিডিও…

Previous articleপঞ্চাশোর্ধ্ব আক্রান্তের জন্য হাসপাতাল, তার নিচে হোটেল-ধর্মশালা! বিশেষ পদক্ষেপ কেজরিওয়ালের
Next articleসাধারণ মানুষের হাতে খাবার তুলে দিল কোচবিহার জেলা পুলিশ