সাংঘাতিক! আর্থিক বৃদ্ধি নামবে ২%!

লকডাউনের জেরে দেশের অর্থনীতির অবস্থা কী ভয়াবহ হতে পারে তার আগাম ইঙ্গিত রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের অনুমান, মে-জুন মাসে দেশের আর্থিক বৃদ্ধির হার নেমে আসতে পারে ২শতাংশে। ইতিমধ্যে অর্থনীতিবিদরা জানিয়েছেন, লকডাউনের দরুন, সারা পৃথিবীর পরিস্থিতি ক্রমশ খারাপ হবে। অনেকে মনে করছেন, ১৯৩০ সালের মন্দার পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতের দৈনিক মজুরির শ্রমিক যেহেতু সবচেয়ে বেশি, তাই ভারতে ১৮ কোটি মানুষ কাজ হারাতে পারেন, এবং কম করে ৪০ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে নামতে পারেন। ফলে ১৩০ কোটির দেশে যে ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Previous articleকরোনায় হাইড্রক্সিক্লোরোকুইন আপনার কি আদৌ ব্যবহার করা উচিত? বিশ্লষণে ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক
Next articleকরোনার হদিশ ইয়ানোমামি উপজাতির একজনের শরীরে