লকডাউন উঠতেই বিয়ে করার হুড়োহুড়ি

প্রথম করোনাভাইরাসের প্রকোপ ধরা পড়ে চিনের উহান প্রদেশেই। করোনা থেকে বাঁচতে জানুয়ারির শেষের দিকেই গোটা এলাকা লকডাউন করে দেয় চিন প্রশাসন। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, উহানেও সতর্কতামূলক কিছু বিধিনিষেধ রেখেই লকডাউন তুলে নেওয়া হয়েছে। এর পরই কয়েক হাজার যুগল ‘ছুটছেন’ বিয়ে করতে। আর তাতেই ক্র্যাশ করার জোগাড় স্থানীয় এক ওয়েব সিস্টেমের।

চিনা সংস্থা আলিবাবা-র একটি পেমেন্ট সিস্টেম রয়েছে ‘আলিপে’। আলিপে সে দেশের অন্যতম জনপ্রিয় পেমেন্ট সিস্টেমও বটে। আলিপে স্থানীয় এক বিয়ের আবেদন করার ব্যবস্থা (লোকাল ম্যারেজ অ্যাপ্লিকেশন সিস্টেম) চালায়। যাঁরা বিয়ে করতে ইচ্ছুক তাঁরা এই অনলাইন সিস্টেমে আবেদন করতে পারেন। তারপর তাঁরা তারিখ পেলে বাকি পদক্ষেপ করতে হবে। কিন্তু লক ডাউন ওঠার পর এত মানুষ বিয়ের আবেদন করতে শুরু করেছেন যে, সেই অনলাইন সিস্টেমে ট্রাফিক প্রায় ৩০০ গুণ বেড়ে গিয়েছে। ট্রাফিকের এই অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিক গতিতে সাইট খুলছে না। অনেকেই মনে করছেন, সিস্টেম ক্র্যাশ করেছে।

Previous article৩০ কোটি দেশবাসীকে ২৮,২৫৬ কোটি টাকা দিয়েছে কেন্দ্র
Next articleস্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার পর নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নর