প্রধানমন্ত্রীর সাত দফা নির্দেশ

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী যে সাত দফা নির্দেশ দিলেন দেশবাসীকে…

১. নিজেদের বাড়ির বয়স্কদের দিকে বিশেষ নজর রাখুন। বিশেষত তাদের উপর, যাদের অন্য অসুস্থতা রয়েছে

২. লকডাউন এবং সোশ্যাল ডিসট্যান্স সম্পূর্ণভাবে পালন করুন। তৈরি মাস্ক অবশ্যই ব্যবহার করুন

৩. শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য আয়ুষ মন্ত্রক যে নির্দেশ দিয়েছে তা পালন করুন। লেবু গরম জল এসব নিয়মিতভাবে খান

৪. করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ও সংগ্রমণ রুখতে ‘আরোগ্য সেতু’ মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। অন্যকেও এই অ্যাপ ডাউনলোড করতে বলুন

৫. যতটা সম্ভব গরিব মানুষের পাশে দাঁড়ান। তাদের খবারের ব্যবস্থা করুন

৬. আপনার ব্যবসা বা আপনার সংস্থায় কাজ করা মানুষের সঙ্গে সহৃদয়পূর্ণ ব্যবহার করুন। তাদের কাজ কেড়ে নেবেন না

৭. এই যুদ্ধের যারা সামনের সারির যোদ্ধা সেই স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশ, সাফাইকর্মীদের পাশে থাকুন, উৎসাহিত করুন, সম্মান জানান

Previous articleভারতে করোনা-আক্রান্ত ১০ হাজার পার, ২৪ ঘন্টায় সংক্রমিত ১২০০
Next articleকরোনাকে বাপি বাড়ি যা বলে এগোবে অর্থবাজার