এগিয়ে কেরল, মানবিক কারনে এবার রাজ্যের সীমান্ত খুলছেন পিনারাই বিজয়ন

পথ দেখাচ্ছে সেই কেরল- ই৷ করোনা-যুদ্ধে দেশের সেরা সফল রাজ্য নিঃসন্দেহে কেরল৷ এবার এই মহাসংকট কালেও মানবিকতাকেই এগিয়ে রাখলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

করোনা-গ্রাফ আগেই ‘সমান – সমান’ করে দিয়েছে কেরল৷ এবার রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পথে আরও এক কদম এগোলো৷

চরম মানবিকতার পরিচয় দিয়ে কেরল সরকার শর্তসাপেক্ষে খুলে দিচ্ছে বন্ধ থাকা রাজ্যের সীমান্ত।

বর্তমানে কেরলে আন্তঃরাজ্য পরিবহণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে কেরলের সীমান্তও বন্ধ রাখা হয়েছে। কিন্তু ৩ টি বিশেষ কারণে শর্তসাপেক্ষে সীমান্ত খুলে দিচ্ছে কেরল সরকার।

কেরল সরকারের তরফে জানানো হয়েছে,

◾বাইরের রাজ্যের কেউ যদি কেরলে চিকিৎসা করাতে আসেন, তাঁরা রাজ্যে প্রবেশের ছাড়পত্র পাবেন।

◾গর্ভবতী মহিলা রাজ্যের ঢোকার অনুমতি পাবেন।

◾কোনও মৃত ব্যক্তির আত্মীয়পরিজনও রাজ্যের ঢোকার অনুমতি পাবেন।

কেরলের মুখ্যসচিব টম জোস এক নির্দেশিকা জারি করে বলেছেন, গর্ভবতী মহিলার ক্ষেত্রে তাঁর একজন সঙ্গী এবং গাড়ির চালক রাজ্যে প্রবেশের অনুমতি পাবেন। তবে একই সঙ্গে বলা হয়েছে, সীমান্তে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের।

প্রসঙ্গত, গত এক সপ্তাহেরও বেশি কেরলে নতুন আক্রান্তের গ্রাফ নিম্নমুখী৷ সুস্থ হওয়ার ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বাড়ছে৷ তথাপিও গোটা দেশের সঙ্গেই লকডাউন বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে পিনারাই বিজয়নের সরকার। লকডাউন থেকে কী ভাবে ধাপে ধাপে বেরিয়ে আসা যাবে, সেই নিয়ে পরিকল্পনাও তৈরি করে ফেলেছে তারা।

Previous articleআমেরিকায় এত মৃত্যু, কেন? কে দায়ী? কী দায়ী? পার্থ বন্দ্যোপাধ্যায়ের কলম
Next articleকথা কম বলে কাজ বেশি করুন”! মমতাকে খোঁচা রাজ্যপালের