বিরোধী সুরেই ৮ চিকিৎসক সংগঠনের চিঠি মুখ্যমন্ত্রীকে, সই করলেন তৃণমূল সাংসদও

রাজ্যের চিকিৎসকদের ৮টি সংগঠন একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪ পাতার একটি চিঠি লিখে করোনা-যোদ্ধা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা-সহ একাধিক দাবি জানিয়েছে৷ চিঠির একদম শেষে বলা হয়েছে, “একক লড়াই চালিয়ে এই যুদ্ধে সরকার জয়ী হতে পারবে না, যৌথভাবে লড়াই চালাতে হবে৷” এই চিঠিতে যারা সই করেছেন তাদের অন্যতম তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ ওদিকে টুইট করে এ রাজ্যের চিকিৎসকদের ৮টি সংগঠনের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য৷

এই চিঠিতে মোট ১১ দফা দাবি জানানো হয়েছে৷ বলা হয়েছে, রাজ্য সরকারের কমিটিতে প্রকৃত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্ত করা প্রয়োজন৷ Virologists, Epidemiologists, Pulmonologists, Public Health Experts-দের এই কমিটিতে আনতে হবে৷ ICMR-এর গাইডলাইন মেনে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ‘করোনা টেস্টিং সেন্টার’ চালু করতে হবে৷ প্রতিটি মহকুমাস্তরে নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করতে হবে৷ পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে পাঠাতে হবে৷ ICMR এবং WHO-এর গাইডলাইন মেনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের PPE এবং মাস্ক সরবরাহ করতে হবে৷ করোনা আক্রান্তদের যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা করছেন, তাঁদের উপযুক্ত নিরাপত্তা দেওয়া না গেলে তাঁরাও এই রোগে আক্রান্ত হতে পারেন৷ তেমন হলে আরও বড় সংকট তৈরি হবে৷ আগামীদিনে এই কারনেই আরও বেশি সংখ্যক হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে৷ করোনায় আক্রান্ত হয়ে মৃতদের ডেথ সার্টিফিকেট দিতে হবে ICMR এবং WHO-র গাইডলাইন মেনে৷ ICMR গাইডলাইন মেনেই কোভিড-১৯ আক্রান্ত ও স্বাস্থ্যকর্মীদের পরিবহণের ব্যবস্থা করতে হবে৷

৮টি চিকিৎসক সংগঠন এক বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছেন৷ বৈঠকটি হয়েছে কলকাতার IMA দফতরে৷ চিকিৎসকদের এই যৌথমঞ্চে সামিল হয়েছে ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA), ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ( WBDF), অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স ( AHSD), ডক্টর্স ফর পেশেন্টস (DOPA), হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন ( HSA), সার্ভিস ডক্টর্স ফোরাম ( SDF), মেডিক্যাল সার্ভিস সেন্টার (MSC), শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ ( SSU)৷

চিকিৎসক মহলের বক্তব্য, এই ৮ চিকিৎসক সংগঠনের দাবি ও বক্তব্যের সঙ্গে রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবিরের বক্তব্যের আশ্চর্যজনক মিল রয়েছে৷ সেক্ষেত্রে একজন তৃণমূল সাংসদের এই দাবিসমূহকে সমর্থন করা বিস্ময়কর৷

Previous articleকরোনা: ম্যান-মেড না গড-মেড জানতে এবার আর্জি জানালাম বিশ্ব-আদালতে
Next articleব্রেকফাস্ট নিউজ