১৪ লক্ষ মানুষের হাতে খাবার! অভিষেকের কল্পতরু বাংলায় ব্যতিক্রমী কর্মযজ্ঞ

তিনি শুধু পারেন না, করে দেখালেন। কল্পতরু কর্মযজ্ঞকে জনযজ্ঞে পরিণত করে ছাড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবার সংসদীয় এলাকার লকডাউনে বিপদে পড়া ১৪ লাখ মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হলো। সৌজন্যে ‘টিম অভিষেক’। ২১টি কমিউনিটি কিচেন, ১৯১৪টি বুথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেন ৯ হাজার ভলান্টিয়ার! ভাবা যায় না! কোনও কর্পোরেট গোষ্ঠীকে সহজেই হার মানাবে ‘টিম অভিষেক’। রাজনীতির জগতে এই সামাজিক কর্মযজ্ঞ বিরল।

৭টি বিধাসভা জুড়ে অভিষেকের এই বিরাট কর্মযজ্ঞ হলো মসৃণভাবে। খোদ সাংসদ রাস্তায় নেমে কাজ করছেন না। কিন্তু কোথাও এতটুকু তালকাটা বা সুরকাটার প্রশ্ন নেই। এমন জনপ্রতিনিধি নিশ্চিতভাবে মানুষের, বিশেষত ডায়মন্ডহারবারের জনতার অসময়ের একমাত্র বন্ধু।

Previous articleউত্তরবঙ্গে কাজে যাওয়া ২৫০ জন শ্রমিককে ঘরে ফেরালো পরিবহন দফতর
Next articleলকডাউনে ঘরবন্দি মানুষকে আনন্দ দিতে আত্মপ্রকাশ করলো আলিপুর চিড়িয়াখানার নতুন app