BREAKING: ১৭ জন RPF জওয়ানদের করোনা রিপোর্ট নেগেটিভ

সঙ্কটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর। পশ্চিম মেদিনীপুরের মেচেদায় আরপিএফের ওসি-সহ ১৭জন জওয়ানের করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বারাকের এক জওয়ান করোনা আক্রান্ত হওয়ার পর ১৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল।

উল্লেখ্য, এর আগে করোনার শিকার হয়েছিলেন রেল সুরক্ষা বাহিনীর (RPF) জওয়ানরাও। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ছিল গোটা রেল শহর খড়গপুরে। তখন ৮ জওয়ানের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে একজন উলবেড়িয়া, একজন মেচেদা এবং বাকি ৬ জন খড়গপুর টিবি হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।

খড়গপুর টিবি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন। ওই জওয়ানদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছিল, সম্প্রতি রেলের অস্ত্র নিতে দিল্লিতে গিয়েছিলেন ওই জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ণ জানান, অস্ত্র নিতে দিল্লিতে যায় আরপিএফ-এর ২৮ জওয়ান। যার মধ্যে ওড়িশায় কর্মরত এক জওয়ানের মধ্যে করোনা পজিটিভ মেলে। তারপরই বাকি জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Previous articleউত্তরে ভূমিকম্প
Next articleকরোনার হাত থেকে মুক্তি পেতে অভিনব মাস্ক আবিষ্কার বঙ্গ-তনয়ার