ছোট ব্যবসায়ীদের জন্য ঋণের ভাবনা কেন্দ্রের

লকডাউনের জেরে সঙ্কটে ছোট ব্যবসা। ব্যবসা বন্ধ থাকায় কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। নতুন করে ব্যবসা শুরু করতে চাই মূলধন। এই পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের বাঁচাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র।

সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার ৩ লাখ কোটি টাকার ব্যাঙ্ক ঋণের সংস্থান করতে পারে। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা ব্লুমবার্গ। সোমবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইবৈঠকে তিনি রাজ্যগুলির আর্থিক সংকট নিয়ে কথা বলেছেন। উচ্চপদস্থ এক সরকারি আধিকারিক এর নাম করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছোটো ব্যবসায়ীরা এখন যত টাকা ঋণ নিতে পারে, তার থেকে আরও ২০ শতাংশ অতিরিক্ত ক্রেডিট লিমিট দেওয়ার কথা ভাবা হচ্ছে। যার গ্যারেন্টি দেবে কেন্দ্রীয় সরকার।

Corona update
Previous articleএবার বাড়িতে বাড়িতে পৌঁছাবে নগদ টাকা, অভিনব ব্যবস্থা দেশেরই এক রাজ্যে
Next articleবৃষ্টি মাথায় করে উত্তরবঙ্গে পর্যবেক্ষণ কেন্দ্রীয় প্রতিনিধিদলের