করোনা হাসপাতালে রাজ্যের মোবাইল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জানা গিয়েছে, এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা নবেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলটির শুনানি হয়।

মামলাকারী নবেন্দু কুমার বন্দ্যোপাধ্যায় হাসপাতালে মোবাইল নিয়ে প্রবেশ ও ব্যবহারের অনুমতি চেয়ে হাইকোর্টের দারস্থ হন। সেই মামলায় আগামী ৭ মে’র মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এই মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়ে ছিলেন, রাজ্যের কোনও কোভিড হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হলো।

Previous articleকরোনার জেরে ভবিষ্যতে বদলে যেতে পারে শুনানির নিয়মনীতি, ইঙ্গিত বোবদের
Next articleএবার করোনা পজেটিভ নীতি আয়োগ বিল্ডিং-এর এক কর্মীর